Reviews for Dr. Tariq Akhtar Khan

  • Comment: আমি শেখ রায়হান চাঁদপুর থেকে।
    আমি ২০১৫ সালে কোলন ক্যান্সার আক্রান্ত হয়ে স্যারের পরামর্শ নেই এবং স্যার আমাকে অপারেশন করার জন্য প্রস্তুতি নিতে বলেন, অপারেশন এর কথা শুনে আমি অনেকটা গাবরে যাই, নেটে অনেক ঘাটাঘাটি করি, অবশেষে দেখলাম অপারেশন ছাড়া উপায় নেই, আমি স্যারের উপর আস্থা রেখে অপারেশন হই, স্যার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আমার অপারেশন করেন, স্যারের সকল পরামর্শ মেনে আল্লাহর রহমতে আমি ক্যান্সার থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাপন করতেছি, আলহামদুলিল্লাহ আমি এখন ছোট খাটো একটা ব্যবসা ও করি। স্যারের চিকিৎসার মান ১০/১০ আলহামদুলিল্লাহ, উনার কিছুক্ষণতা এবং দুরদর্শিতার উছিলায় আজ আমি স্বাভাবিক জীবনে।

    স্যারের সাথে আমার সম্পর্ক আজ ৮ বছর, আমি এখনো স্যারের পরামর্শ নিয়ে চলি এবং চেকাপ করাই, আর হ্যাঁ আমার পর এই পর্যন্ত আমি অনেক রুগী স্যারের কাছে পাঠিয়েছি, যারা গ্রামের হাতুড়ে ডাক্তারের চিকিৎসা নিয়ে ক্যান্সারের দিকে দাবিত হচ্ছিলো, ইনশাআল্লাহ তারাও এখন সুস্থ।
    বিঃদ্রঃ মনে রাখবেন বায়ুপথের যেকোনো সমস্যার এখন আধুনিক চিকিৎসা রয়েছে, ভুলেও হোমিওপ্যাথি বা হাতুড়ি ডাক্তারের পরামর্শ নিবেন না।

    শেখ রায়হান
    মোবাইল - ০১৬৮০-৯৮৯৯৬৫
    চাঁদপুর।
  • Overall Rating
Call Receptionist
Call for Appointment
Make An Appoinment

Appointment Scheduling Time: 9 AM - 10 PM

  1. Dhanmondi Diagnostic & Consultation Center
  2. Impulse Hospital
  3. Labaid Cancer Hospital
Arrow